জাওয়াদের জের কাটতেই রাজ্যে ফিরল শীতের আমেজ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর থেকে শহরতলী। সকাল থেকে ঘন কুয়াশায় শুনশান রাস্তা। একই ছবি ধরা পড়েছে জাওয়াদের জের কাটতেই রাজ্যে ফিরল শীতের আমেজ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর থেকে শহরতলী। সকাল থেকে ঘন কুয়াশায় শুনশান রাস্তা। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়। তবে কুয়াশার দাপটে বিমান চলাচলে কোনও প্রভাব না পড়লেও যান চলাচলে প্রভাব পড়েছে। অনেক জায়গায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে। আবার অনেক জায়গায় ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কলকাতায় পারদ নেমেছে কুড়ির নীচে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহ শেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।
নিম্নচাপের জেরে দুর্ভোগের ছবি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯৮১ সালের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হল এবার। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে নদী বাঁধ ভেঙে জল ঢুকে যায়। সমুদ্র বাঁধ ভেঙে ভেসেছে সাগরের বঙ্কিমনগর। ঘোড়ামারা দ্বীপেও ঢুকেছে সমুদ্রের জল। জল যন্ত্রণার ছবি সর্বত্র। বড় রাস্তা থেকে অল- গলি সর্বত্র জমেছে জল। টিকিয়াপাড়া থেকে দাশনগর, লিলুয়া বা সালকিয়া, হাওড়া সব এলাকাতে একই ছবি। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। ফলে এবার আস্তে আস্তে জল নামতে শুরু করেছে।