ব্রেকিং নিউজ রাজ্য

ভাদু হত্যার তদন্তের দায়িত্ব পাবে কি সিবিআই

আজ, রামপুরহাট কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই। পাশাপাশি, এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট জমা দেয় সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, সেই রিপোর্টে উঠে এসেছে ভাদু ‌শেখ খুনের প্রসঙ্গ। আদালত দায়িত্ব দিলে ভাদু খুনের তদন্তের দায়ভারও নিতে পারে সিবিআই, এমনটাই জানিয়েছে সিবিআই।

যদিও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আপাতত স্থগিত রেখেছেন রায় দান। পরে এই বিষয়ে হাইকোর্টের ওয়েবসাইটে রায় জানিয়ে দেওয়া হবে বলে খবর।

আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘ভাদু শেখের খুনের পরই ওই গণহত্যার ঘটনা ঘটেছে। ফলে একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত। তাই সিবিআইয়ের দুটো ঘটনারই তদন্ত করা উচিত।’

রামপুরহাটে ভাদু খুনের পরেই ঘটেছিল সেই নৃশংস গণহত্যা। আগুনে পুড়িয়ে মারা হয়েছিল নয়জনকে। যার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। কেটে গিয়েছে দশদিন। তদন্ত এখনো চলছে ।কিন্তু ভাদু হত্যার তদন্ত ভার দেওয়া হয়নি সিবিআইকে।সেই দায়িত্ব চেয়েই হাইকোর্টে আবেদন জানিয়েছে সিবিআই।

ভাদু খুনের ঘটনায় অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর জানান, প্রথম মামলার দায়িত্ব নিয়ে কাজ শুরুর ১০ দিন কেটে গিয়েছে। এখন আবার নতুন মামলা কী ভাবে নেবে সিবিআই?‌ এত দিনে ভাদু-খুনের অনেক তথ্যপ্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। তদন্তভার আগেই সিবিআইকে দেওয়া উচিত ছিল।