লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ট্রেন ভাড়ার সমস্ত খরচই বহন করবে রাজ্য সরকার। আর উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। ট্রাকে ফেরার সময় দুর্ঘটনায় পড়া রাজ্যের বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করল নবান্ন।
শনিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলবোর্ডকে চিঠি লিখে জানিয়েছেন, ভিন রাজ্যে আটকে পড়া রাজ্যের মানুষকে ফেরাতে সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য। কাউকেই আলাদা করে টিকিট কাটতে হবে না। আবার টুইটে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় মৃত বাংলার চার শ্রমিকের পরিবার পিছু ২ লাখ টাকা করে অর্থ সাহায্য করা হবে। দুর্ঘটনায় নিহত ২৪ জন শ্রমিকের মধ্যে ৪ জন এই রাজ্যের পুরুলিয়ার বাসিন্দা।
রাজ্যের আটকে পড়া মানুষের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকা সংশ্লিষ্ট রাজ্য এবং রেলবোর্ডের কাছে পাঠানো হচ্ছে। যে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেগুলিতে কয়েক লক্ষ মানুষকে এভাবে রাজ্যে ফেরানো হবে। তার জন্য কারও কাছ থেকেই কোনও টাকা নেওয়া হবে না। এই মর্মান্তিক দুর্ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছিলেন তিনি। স্বরাষ্ট্রসচিব জানান, বিদেশ থেকে ফিরে যাঁরা সরকারি কোয়রান্টিনে থাকতে চাইবেন, তাঁদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। তাঁদের জন্য বাসের ব্যবস্থাও করবে রাজ্য সরকার।