রাজ্য লিড নিউজ

মন্ত্রী কি থাকছেন পার্থ চট্টোপাধ্যায়?

বঙ্গ রাজনীতি এবং সাধারণ জনগণের কাছে এখন কৌতূহলের বিষয় পার্থ চট্টোপাধ্যায়ের কি হবে? তৃণমূলে কি আগের মতোই মহাসচিব থাকবেন পার্থ চট্টোপাধ্যায়? মন্ত্রীত্ব থাকবে? নাকি দল তাঁকে মন্ত্রীত্বের পথ থেকে সরিয়ে দেবে? এই প্রশ্নের উত্তর জানতে কৌতুহলী জনগণ।

২২শে জুলাই ভোর থেকে ১৩ টি জায়গায় তল্লাশি চালায় ইডি।২৮ ঘন্টা জেরার পর গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপরেই গ্রেফতার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়া এবং অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা, ৭৯ লক্ষ টাকার সোনার গয়না, একাধিক ব্যাংকের ডিপোজিট, কুড়িটি মোবাইল ফোন, শিক্ষা দপ্তরের কালো ডাইরি, পকেট ডায়েরি, দুটি হার্ডডিস্ক, প্রাথমিক শিক্ষা দপ্তরের একাধিক প্যাড সহ বিভিন্ন চাকরি প্রার্থীদের তালিকা উদ্ধারের পর কেন এখনো তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি, সেই প্রশ্ন তুলছেন অনেকেই।

একদা শিক্ষা মন্ত্রী পরে শিল্পমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীর পদে আসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি মন্ত্রী থাকছেন প্রশ্ন উঠলেও উত্তর দেবে সময়।

প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হলে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এইমস এ। ভুবনেশ্বর এইমস তাঁকে সুস্থ বললে আবার কলকাতায় নিয়ে আসা হয় পার্থকে। তারপর অর্পিতা এবং পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। দুজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এখন ইডির নজরে রয়েছে পার্থর ঘনিষ্ঠ মহল। সেই সমস্ত জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।

এসবের মাঝেই আজ ফের টালিগঞ্জের পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে প্রচুর টাকার হদিশ পায় ইডি। বুধবার বিকেলে ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন ইডি’র আধিকারিকরা। ইতিমধ্যেই টাকা গোনার জন্য কাউন্টিং মেশিন সহ ডাকা হয়েছে চার ব্যাংক কর্মীকে। ঘটনায় স্বভাবতই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।