করোনা সংক্রমনের রিপোর্ট ব্রেকিং নিউজ রাজ্য

কবে থেকে চলবে লোকাল ট্রেন? জানতে রাজ্যকে চিঠি রেলের

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রাজ্যে কার্যত লকডাউন চলছে। বাস-ট্রেন-মেট্রোর মতো সমস্ত গণপরিবহণ বন্ধ। তবে পশ্চিমবঙ্গে করোনার দাপট এখন অনেকটাই কম। এই পরিস্থিতিতে আগামী ১৫ জুনের পর কী বিধিনিষেধ আদৌ বাড়ানো হবে? এটাই এখন প্রশ্ন আম জনতার। আরেকটি প্রশ্নও ঘুরেফিরে আসছে সাধারণ মানুষের মনে। সেটি হল লোকাল ট্রেন চলবে কবে থেকে? জানা যাচ্ছে, এই একই প্রশ্ন করে রাজ্য সরকারকে চিঠি দিল পূর্ব রেল। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার আবেদন জানিয়েই মূলত চিঠিটি দেওয়া হয়েছে।

বর্তমানে গুটিকয়েক স্টাফ স্পেশাল লোকাল ট্রেন চলাচল করছে হাওড়া ও শিয়ালদা থেকে। তাতে রেলকর্মী, স্বাস্থ্যকর্মী ও পুলিশের কর্মীরা যাতায়াত করতে পারছেন। ফলে সাধারণ যাত্রীর এই স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে না পারায় রুটি রুজির সমস্যায় পড়েছেন অধিকাংশ মানুষ। অনেকেই বাধ্য হয়ে ওই স্টাফ স্পেশাল লোকাল ট্রেনে উঠে পড়ছেন। দিনে দিনে ওই ট্রেনগুলিতে ভিড় বাড়ছে। এতে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। তাই ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর দাবি উঠেছে, সেইসঙ্গে বিধিনিষেধে আরও ছাড় দেওয়ার দাবিও উঠছে। অপরদিকে রাজ্যে কার্যত লকডাউন চললেও মুখ্যমন্ত্রী বিধিনিষেধে কিছু ছাড়ও দিয়েছেন সম্প্রতি। ফলে ১৫ জুনের পর লোকাল ট্রেন আংশিকভাবে চালু করতে চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন। সেই দিকেই তাঁকিয়ে আম বাঙালি।