খেলাধুলা ব্রেকিং নিউজ

ইস্টবেঙ্গল না খেললে কি আইএসএলে নতুন দল? জানাল ফেডারেশন

গত মরসুমে একেবারে শেষ মুহূর্তে আইএসএলে নাম লিখিয়েছিল শতবর্ষের ইস্টবেঙ্গল। মরশুম শেষও করে শেষের সারিতে। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, তবুও পরিস্থিতির উন্নতি হয়নি ইস্টবেঙ্গল ক্লাবের। যে তিমিরে ছিল, সেই তিমিরেই আছে লাল-হদুদ ক্লাব। কারণ লগ্নিকারী সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি এখনও, হবে কিনা সেটাই এখন দেখার। লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট এবং ক্লাব কর্তারা নিজেদের অবস্থানে অনড়। এই পরিস্থিতিতে ক্লাবের আইএসএল খেলা বিশ বাও জলে। আইএসএলে খেলতে হলে প্রয়োজন চুক্তি সম্পন্ন করা, যেটা আদৌ হবে কিনা সন্দেহ। ফলে যদি শেষপর্যন্ত ইস্টবেঙ্গল আইএসএল না খেলে তবে কি করবে ভারতীয় ফুটবল ফেডারেশন? নতুন দল, নাকি ফের দশ দলের টুর্নামেন্ট হবে?

ফেডারেশন সূত্রে জানা যাচ্ছে, এই মরশুমে আইএসএলে অংশগ্রহণ করতে হলে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের (SC East Bengal) নামেই খেলতে হবে ক্লাবকে। শ্রী সিমেন্ট যেমন স্পোর্টিং রাইটস নিয়ে অন্য কোনও ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএল খেলতে পারবে না। একইভাবে ইস্টবেঙ্গলও অর্থের বিনিময়ে স্পোর্টিং রাইটস অন্য কোনও সংস্থাকে দিয়ে আইএসএল খেলতে পারবে না। ফলে যা পরিস্থিতি, তাতে এ মরসুমে আর ইস্টবেঙ্গলকে দেশের সর্বোচ্চ লিগে দেখা যাবে না ধরে নেওয়া যায়। যদি না কোনও পক্ষ নতিস্বীকার করে চুক্তিপত্রে স্বাক্ষর করে। তা হলেও আবার দলগঠন করা নিয়ে সমস্যায় পড়বেন ক্লাব কর্তারা। কারণ, ক্লাবের এই ডামাডোলে একে একে কোচ রবি ফাওলার সহ সমস্ত দেশী ও বিদেশী ফুটবলার অন্য ক্লাবে সই করে ফেলেছে। তাই শেষ মুহূর্তে যদি ইস্টবেঙ্গল আইএসএলে খেলেও, তাতে ভালো দল গঠন করা কার্যত অসম্ভব।

অপরদিকে, ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করেছে ফুটবল ফেডারেশন এবং আইএসএল আয়োজক সংস্থা এফডিএসএল। জানা যাচ্ছে, ওই বৈঠকে ঠিক হয়েছে যে ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করা হবে। যদি লাল-হলুদ বাহিনী না খেলতে পারে, তবে ১০ দলের টুর্নামেন্ট হবে এবার। কারণ, নতুন ক্লাবের অন্তর্ভুক্তি এত কম সময়ে অসম্ভব। তাই ১১ দলের পরিবর্তে ১০টি ক্লাবকে নিয়েই হবে আইএসএল।