গরু পাচার মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন দেব। বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল দিল্লির ইডি দফতরে। সেই অনুযায়ী বুধবার সকালে ইডি দফতরে পৌঁছে যান তিনি। এদিন সকাল ১১টায় দিল্লির ইডি দফতরে হাজির হতে দেখা যায় তাকে। ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ঘাটালের তৃণমূল সাংসদ।
গরু পাচারের টাকা তাঁর সিনেমায় খাটানোর অভিযোগ রয়েছে অভিনেতা দেবের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ। দেবের দাবি, কোনও অসৎ কাজের সঙ্গে তাঁর যোগ নেই। গরু পাচারের টাকা দিয়ে সিনেমা করারও কোনও প্রশ্নই ওঠে না। তিনি আরও জানান, এর আগেও ইডি যতবার তাঁকে ডেকে পাঠিয়েছে, ততবারই হাজিরা দিয়েছেন তিনি। কারণ কোনও অপরাধের সঙ্গে তার যোগসাজশ নেই।