আন্তর্জাতিক

হাওয়াইয়ে ভয়াবহ দাবানল

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত হাওয়াই প্রদেশের মাউইতে জঙ্গলে ভয়াবহ দাবানল। এই দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ ছাড়িয়েছে। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। এই দাবানলকে এই শতাব্দীর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছে,আগুনে পুড়ে যাওয়া মানুষের কাছে এখনও সরকারি সাহায্য পৌঁছায়নি। এতে আরো উত্তেজিত হয়ে উঠেছে জনগণ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেছেন, পশ্চিম মাউইয়ের প্রায় ২,২০০ বাড়ি আগুনে পুড়ে গেছে। মাউইতে বিদ্যুৎ নেই। সেখানকার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

তবে অন্যদিকে, টানা পাঁচদিন পর অবশেষে লাহাইয়ানা শহরের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয় প্রশাসনের দাবি। আপাতত শহরের বাসিন্দাদের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। লাহাইয়ানায় ১২ হাজারের বেশি ঘর, হাওয়াইয়ের প্রাক্তন রাজপরিবারের বাড়ি-সহ হোটেল, রেস্টুরেন্ট ভস্মীভূত হয়ে গিয়েছে। এমনকি দেড়শো বছরের পুরানো একটি বটগাছ ছিল, যেটি পুজো করতেন স্থানীয় বাসিন্দারা। সেটিও পুড়ে গিয়েছে। তাই আপাতত শহরের আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক এখনও পিছু ছাড়েনি লাহাইয়ানার বাসিন্দাদের।