দেশ ব্রেকিং নিউজ

ভ্যাকসিনের দামে বৈষম্য কেন?

দেশে করোনা সংক্রমণের যা পরিস্থিতি, তাতে মানুষের প্রাণ বাঁচানোর প্রশ্ন উঠলে হস্তক্ষেপ করবেই সুপ্রিম কোর্ট। আর মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সরাসরি কেন্দ্রের কাছে জানতে চান, করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কেন্দ্র–রাজ্য আলাদা দামে পাবে কেন? কেন্দ্রের জবাবও তলব করেছে সুপ্রিম কোর্ট। অবিলম্বে দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতেও নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌দেশে এখন জাতীয় বিপর্যয় চলছে। এমন সময় আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকারের মধ্যে পড়ে। আদালত যখনই মনে করবে, তখনই হস্তক্ষেপ করবে।’‌ দিল্লি, কলকাতা, মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে দেশের নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্ট কমিশনকে তীব্র তিরস্কার করে বলেছে, ‘‌দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন। খুনের মামলা রুজু হওয়া উচিত।’‌ এদিন সুপ্রিম কোর্টও বলে, ‘‌হাইকোর্টগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’‌
এদিন সলিসিটর জেনারেলের কাছে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ‘‌টিকাই কি এই মুহূর্তে করোনা মোকাবিলার একমাত্র উপায়? জাতীয় বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের জাতীয় পরিকল্পনা কী?’‌ সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রকে তাঁরা ভ্যাকসিন দেবে ১৫০ টাকায়, রাজ্যগুলিকে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ টাকায়। এই বিষয়টি কেন্দ্রের কাছেও বিষয়টি জানতে চাইল সর্বোচ্চ আদালত। তাতে ব্যাকফুটে গিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২ মে গণনার দিন কোভিড প্রোটোকল পালন করার বিষয়ে নির্দিষ্ট ব্লু প্রিন্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ মে ফলের পর কোনও বিজয় মিছিল করা যাবে না।