রাজ্য লিড নিউজ

কেন সুর বদলাচ্ছে ‘মানিক-ঘনিষ্ঠ’ তাপস?

বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত তাপস মণ্ডল। একদিনের মধ্যেই সেই তাপসের গলাতে শোনা গেল উল্টো সুর। কিন্তু কেন তাপসের এই সুর বদল? উঠে আসছে নানা তত্ত্ব।

বুধবারের পর বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে আসেন তাপস। দফতরে ঢোকার সময় তাপস মণ্ডল বলেন, “মানিকবাবু নয়, আমার অফিস থেকে টাকা পাঠানো হত পর্ষদে।” এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যই নিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। তবে তাঁর উপর কোনও চাপ ছিল না বলেও জানিয়েছেন তাপস মণ্ডল।

তাপসের আরও বক্তব্য, এই নিয়ে ইতিমধ্যেই যাবতীয় হিসেব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি দিয়েছেন এবং এই লেনদেনর মধ্যে কোনও বেআইনি কিছু ছিল না। কারণ পুরটাই আইনি করে দিয়েছিল পর্ষদ বলে তার দাবি।

এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ২১ কোটি টাকার হিসেব মিলছে না বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেই মামলায় এই নিয়ে পরপর দু’দিন তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

কিন্তু তাপসের বয়ান বদলের কারণ কী? কোন অদৃশ্য চাপ? নাকি কাউকে কৌশলে বাঁচানোর চেষ্টা। যদিও তাপস এ নিয়ে কোন মন্তব্য করেননি।