দেশ

জানেন কী ট্রেনের শেষ বগির পিছনে X চিহ্ন কেন থাকে?

আমরা অনেকেই ট্রেনে চড়তে ভালোবাসি, বিশেষ করে দূরপাল্লার ট্রেনে। এরকমই ট্রেন ভ্রমণের সময় আমরা ট্রেনের ভিতরে বা বাইরে নানারকম চিহ্ন দেখি, যাদের মানে আমরা অনেকেই জানি না। ফলে একটা কৌতূহল থেকেই যায়। আপনি প্রায়ই ট্রেন যাত্রা করুন অথবা কম, কিন্তু দূরপাল্লার ট্রেনের একদম শেষ বগির পিছন দিকে বড়সড় X চিহ্ন বা কাটাকুটি চিহ্ন লক্ষ্য করেছেন কী? কখনও মনে প্রশ্ন জেগেছে ওই চিহ্নের মানে কী?

যারা খেয়াল করেছেন, তাঁরা জানেন ভারতীয় রেলের যাত্রীবাহী ট্রেনের শেষ বগির পিছনে উজ্জ্বল সাদা বা হলুদ রঙের কাটাকুটি চিহ্ন বড় করে আঁকা থাকে। আর একটু নিচের দিকে একটি ছোট্ট সাইনবোর্ড বেঁধে রাখা হয় সব ধরনের ট্রেনের পিছনে। সেটাতে ‘LV’ লেখা থাকে, সেটাও অনেকে খেয়াল করেছেন হয়তো। রেলের পরিভাষায় শেষ বগির পিছনে X চিহ্ন দেওয়ার নির্দিষ্ট কারণ আছে। এটা মূলত সুরক্ষামূলক চিহ্ন। এর অর্থ ট্রেনটির শেষ কামরা ওই বগিটি। যদি কোনও যাত্রীবাহী ট্রেনের পিছনে ওই কামরা না থাকে তবে রেলকর্মীরা ধরে নেন কোনও বিপদ হয়েছিল।

তারমানে ট্রেনের কয়েকটি কামরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অথবা দুর্ঘটনায় পড়েছে। সঙ্গে সঙ্গেই তাঁরা ট্রেনটি থামিয়ে দেবে। রাত্রে বা প্রবল বর্ষণের সময় যদি কোনও ট্রেনের কামরার শেষে যদি X চিহ্ন বা লাল আলো ভালোভাবে দেখতে পাওয়া না যায় তবে রেলকর্মীরা পরবর্তী স্টেশনে ট্রেনটি থামিয়ে দেন। যেকোনও দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা বলে দাবি রেলের।