খেলাধুলা ব্রেকিং নিউজ

কেন অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগত

প্যারিস অলিম্পিক ২০২৪ – থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগত।

জানা গিয়েছে,প্যারিস অলিম্পিক ২০২৪ থেকে সোনা দূরের কথা, কোনও পদকই পাবেন না ভারতীয় কুষ্টিগীর ভিনেশ ফোগত। খাদ্য গ্রহণের দিকে নজর না রেখেই হয়তো বিপদ।ওজন প্রায় ১০০ গ্রাম বেড়ে যাওয়ায় ৫০ কেজি বিভাগে ভারতের মহিলা কুস্তিগির ফাইনালে অংশ নিতে পারছেন না, এমনকি পদকজয়ের পোডিয়ামে দাঁড়াতে পারবেন না তিনি। ২০২৪ প্যারিস অলিম্পিকে এটাই ভারতের কাছে সবচেয়ে বড় ধাক্কা। এই খবর প্রকাশ্যে আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানালেন, বিনেশ ফোগাট ভারতের গর্ব ও প্রত্যেক ভারতীয়ের জন্য অনুপ্রেরণা।

প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিনেশ, আপনি চ্যাম্পিয়নদের মধ্যে একজন চ্যাম্পিয়ন! আপনি ভারতের গর্ব ও প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। আজকের বাধা বেদনাদায়ক। আমি জানি, আপনি স্থিতিস্থাপকতার প্রতীক। চ্যালেঞ্জ মোকাবেলা করা সবসময়ই আপনার স্বভাব।”