বিনোদন

অমিতাভের স্যুটের কাফলিঙ্কে কার নাম খোদাই করা থাকে?

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সঞ্চালকের ভূমিকা পালনের জন্য সবসময় পরিপাটি হয়ে তিনি ক্যামেরার সামনে ধরা দেন। অনেকেই হয়তো জানেন না, ৭৮ বছর বয়সী এই তারকা যেসব স্যুট পরে থাকেন, সেগুলোতে খোদাই করা থাকে কয়েকজনের নাম।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে খুদেদের নিয়ে বিশেষ পর্বে ১১ বছরের এক বালক অমিতাভের কাছে তার স্যুটের কাফলিঙ্ক সম্পর্কে জানতে চায়। তখন তিনি জানান, তার নাতি-নাতনিদের নাম খোদাই করা কাফলিঙ্ক তিনি ব্যবহার করেন। তার পরিবারের সদস্যরাই এগুলো তাকে উপহার হিসেবে দিয়েছেন।

ওই পর্ব চলাকালীন অমিতাভ বচ্চন যে কাফলিঙ্ক পরেছিলেন সেটিতে তার নাতি আগস্ত্যর নাম লেখা। বর্তমানে আগস্ত্য পড়াশোনার জন্য বিদেশে রয়েছে, তিনি তাকে খুব মিস করছেন। অমিতাভের মেয়ে শ্বেতা নন্দা বচ্চনের ছেলে আগস্ত্য।