ব্রেকিং নিউজ রাজ্য

Whole Night Metro: পুজোয় রাতভর মেট্রো পরিষেবা, দেখে নিন সময়সূচি

পুজোয় বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো। সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজো স্পেশ্যাল মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে। পাশাপাশি, ইস্ট ওয়েস্ট লাইনের জন্যও ঘোষণা হল স্পেশ্যাল মেট্রোর। কেবল তাই নয়, পুজোর দিনগুলিতে রাত জেগে প্যান্ডেল হপিংয়ের জন্য গোটা রাত মেট্রো চলবে কলকাতায়।

পুজোর দিনগুলিতে মেট্রো পরিষেবার সময়সূচি-
•সপ্তমী, অষ্টমী ও নবমী:
সপ্তমী থেকে নবমী পর্যন্ত আপ এবং ডাউনে ১২৪টি করে ২৪৮টি মেট্রো চলবে।
এই তিনদিন দমদম-দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টায়।
সপ্তমী-নবমী পর্যন্ত ভোর চারটে পর্যন্ত পাওয়া যাবে শেষ মেট্রো।
রাত ৩টে ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ৩টে ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো।

•দশমী:
দশমী আপ এবং ডাউন লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে।
দুপুর ১টায় শুরু হবে দমদম-দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা।
রাত ৯টা ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ মেট্রো।
রাত ৯টা ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
রাত ১০টা: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০টা: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে।
একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ এবং ডাউনে ১১৭ জোড়া করে মোট ২৩৪টি মেট্রো চলবে।

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচিও ঘোষণা করা হয়েছে। এই লাইনে পুজোর ৪ দিন অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত ২০ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা। দেখে নেওয়া যাক ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার সময়সূচি-

•সপ্তমী, অষ্টমী ও নবমী (৭২টি মেট্রো):
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম মেট্রো বেলা ১১ টা ৫৫ মিনিটে।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম মেট্রো দুপুর ১২ টা।
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ শেষ মেট্রো রাত্রি ১১ টা ৩৫ মিনিটে।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত শেষ মেট্রো রাত্রি ১১ টা ৪০ মিনিটে।

• দশমী (৪৮টি মেট্রো):
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম মেট্রো বেলা ১১ টা ৫৫ মিনিটে।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম মেট্রো দুপুর ১২ টা।
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ শেষ মেট্রো সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত শেষ মেট্রো সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে।