দেশ লিড নিউজ

‘‌সেনাবাহিনীর পাশে আছে গোটা দেশ’‌

সংসদে অধিবেশন শুরু হওয়ার আগে সোমবার, সেনাদের পাশে দাঁড়ানোর কথা বলে লাদাখে ভারত আর চিনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার উদ্দেশ্যে বার্তা দিলেন। অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জি, গোটা দেশ এই মুহূর্তে সেনার পাশে আছে। সংসদ থেকে যেন ঐক্যবদ্ধভাবে এই বার্তাই যায়।
এদিন সকালে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের মাতৃভূমিকে রক্ষা করার দৃঢ় সংকল্প নিয়ে আমাদের সেনা অত্যন্ত সাহস আর আবেগের সঙ্গে সমস্ত প্রতিকূলতা তুচ্ছ করে সীমান্তে দাঁড়িয়ে আছে। কয়েকদিনের মধ্যেই সেখানেই তুষারপাত শুরু হবে। তাতে পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা যে সেনার পাশেই রয়েছি সেই বার্তা দেওয়া এখন খুব প্রয়োজনীয়। আমার বিশ্বাস, সংসদের সব সদস্য এই বিষয়ে সহমত পোষণ করবেন।’‌
উল্লেখ্য, গত মে মাস থেকেই লাদাখ সীমান্ত উত্তপ্ত। প্রথমে উত্তেজনা শুরু হয়েছিল গলওয়ান উপত্যকাকে কেন্দ্র করে। সেখানে ভারত আর চিনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন সেনা জওয়ান প্রাণ হারান। এখনও উত্তপ্ত প্যাঙ্গং সরোবর অঞ্চল। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ঘাঁটি গেড়েছে চিন সেনা।
লোকসভার অধিবেশন দিয়েই শুরু হয় বাদল অধিবেশনের প্রথম দিন। সেখানে দেখা গেল, সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ ব্যবহার করা হয়েছে দুই কক্ষের অধিবেশনের আলোচনার জন্য। লোকসভার সাংসদেরা দূরত্ববিধি মেনে দুই কক্ষে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। দুই কক্ষেই লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। আর অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বাতিল এবং জিরো আওয়ারের সময়সীমা ছাঁটাই নিয়ে সরব হওয়ার কথা বিরোধীদের। এই বিষয়ে তৃণমূলের সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন বলেন, ‘‌সংসদকে তামাসায় পরিণত করা হচ্ছে।’‌ তবে এই অধিবেশনে দেখা গেল না অমিত শাহ এবং সোনিয়া গান্ধীকে। অমিত শাহ এইমস হাসপাতালে ভর্তি। আর সোনিয়া দ্বিতীয় দফায় উপস্থিত থাকবেন বলে খবর।