রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২৪ হাজার পেরলো। কলকাতায় দৈনিক সংক্রমণ ৮ হাজার পার! উত্তর ২৪ পরগনাতেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ হাজারের বেশি মানুষ। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের বেশি। পাশাপাশি গোটা দেশে একদিনে সাড়ে পাঁচশোর বেশি ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী করোনার থাবা এবার জাঁকিয়ে বসলো সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট মহকুমার ১৫৩, ১১২, ৮৫ ও ১১৬ নম্বর ব্যাটালিয়নের কয়েকশো সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা করোনা পজিটিভ। বসিরহাট জেলা হাসপাতাল সহ একাধিক বেসরকারী করোনা পরীক্ষা সেন্টারে কাতারে কাতারে বিএসএফ জওয়ানরা ভিড় জমাচ্ছেন করোনা টেস্ট করার জন্য। যদি বিএসএফই করোনা আক্রান্ত হয় তাহলে সীমান্ত সুরক্ষিত থাকবে কী করে? একাধিক জওয়ানকে ইতিমধ্যে সেফহোম ও হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
বসিরহাট মহকুমার স্বরূপনগর বাদুড়িয়া বসিরহাট এক নম্বর ব্লক হাসনাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় একাধিক ব্যাটেলিয়ানে হাজার হাজার জওয়ান নিযুক্ত আছেন। তারাই সীমান্ত সুরক্ষার কাজ করে থাকেন। যদিও এ ব্যাপারে বিএসএফ আধিকারিকদের কাছ থেকে কোনরকম প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়নি। কিন্তু সরকারি ও বেসরকারি ল্যাবগুলিতে এতো পরিমাণে বিএসএফ জওয়ানদের আনাগোনায় দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। যদি সীমান্তে বিএসএফ না থাকে একাধিক পাচার থেকে শুরু করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নাশকতা ঘটাতে পারে জঙ্গী তথা দুষ্কৃতীরা। চিন্তায় প্রশাসন।