ব্রেকিং নিউজ রাজ্য

কারা পাবে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের সুবিধা?

করোনায় স্কুল বন্ধ থাকার প্রভাব যাতে পড়ুয়াদের উপর না পড়ে, তা নিশ্চিত করেই ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য।

করোনা আবহে প্রায় দু’বছর ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজের দরজা। মাঝে বিধি নিষেধ মেনে বার কয়েক স্কুল খোলা হলেও, তা বেশিদিন স্থায়ী হয়নি।
করোনার বাড়বাড়ন্তের কারণে ফের বন্ধ করে দিতে হয়েছে স্কুল।

করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে অনলাইন মাধ্যমে। কিন্তু সে ক্ষেত্রে অন্য রকম সমস্যা রয়েছে। সকলের কাছে যেমন স্মার্টফোন নেই, তেমনই প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের সমস্যাও অনলাইন ক্লাসের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।এমত পরিস্থিতিতে রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প চালু করছে রাজ্য সরকার। জানা গেছে, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই প্রকল্প। প্রকল্পের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রি-প্রাইমারি থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের সুবিধা পাবে। পড়ুয়াদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি থেকে শুরু করে নাচ, গান, আবৃত্তির মতো বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের উপর জোর দেওয়া হবে ‘পাড়ায় শিক্ষালয়’ এ। ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে রাজ্যের ৬০ লাখেরও বেশি পড়ুয়া।

ক্লাসরুমের বাইরে খোলা জায়গায় পঠনপাঠনের একটি মূল উদ্দেশ্য হল কোভিড থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখা। সেই কারণেই মুক্তাঙ্গনে পড়ানোর সিদ্ধান্ত। তাই এক্ষেত্রে কোভিড বিধি যাতে সঠিকভাবে পালন করা যায়, তা নিশ্চিত করতে তত্‍পর শিক্ষা দফতর। শারীরিক দূরত্ববিধি বজায় রাখা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে।