বুধবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন হলে বিরোধী শিবিরের বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিরোধী জোটের বৈঠক সেরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এন সিপি নেতা শরদ পাওয়ার রাজি থাকলে তাঁকেই রাষ্ট্রপতি মনোনিত করা হবে। অন্যথা রাজনৈতিক দলগুলি বৈঠকে বসে ঠিক করবে নতুন নাম।
রাষ্ট্রপতি পদের প্রার্থী ঠিক করা নিয়ে দিল্লি বৈঠকে এক ঐক্যবদ্ধ বিরোধী জোটকে দেখল দেশবাসী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে হাজির থাকল রাজ্যের বিরোধী শক্তির রাজনৈতিক দলগুলি। সিপিএম, সিপিআই ও লিবারেশনের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রতিনিধিরাও। বৈঠকে ছিলেন মেহবুবা মুফতি অখিলেশ যাদবের মত বিজেপি বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব।
বুধবার দিল্লির কনস্টিটিউশন হলে সর্বদল বৈঠকের শেষ ঐক্যবধ্য বিরোধী শক্তি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেন বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী এন সিপি নেতা শরদ পাওয়ার। তবে বহুদিন বাদে দেশের বিরোধী শক্তির একটি বড় অংশ এক জায়গায় এসেছে । আর সেই জোট বদ্ধ শক্তি আবারও বৈঠকে বসবে জানিয়েদেন মুখ্যমন্ত্রী । বৈঠকে হাজির থাকলেও রাষ্ট্রপতি পদের প্রার্থী হতে নারাজ এন সিপি নেতা শরদ পাওয়ার। ফলে এই বিরোধী জোটের প্রার্থীকে হন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।