ব্রেকিং নিউজ রাজ্য

কে হবেন কলকাতার মেয়র? রদবদল কলকাতা পুলিশেও

ইতিমধ্যেই পুরভোট সম্পন্ন হয়ে গিয়েছে, ফলাফল ঘোষিত। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবার কে হবেন কলকাতার মেয়র তা ঠিক করতে আজ বৈঠকে বসতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার, দুপুর ২টোয় দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে সভায় বসবে ঘাসফুল শিবির। সভায় উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই ঠিক হয়ে যাবে কে হবে পরবর্তী কলকাতার মেয়র।

এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে, কলকাতা পুর নির্বাচনের ফলপ্রকাশের পরেই রদবদল হচ্ছে কলকাতা পুলিশের উচ্চ স্তরে। বর্তমান কলকাতা পুলিশ কমিশনারের জায়গায় এবার দায়িত্ব সামলাতে আসছেন নতুন পুলিশ কমিশনার।

জানা গিয়েছে, বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র মাত্র তিন দিনের জন্য ছুটিতে যাচ্ছেন। আর তার অবর্তমানে দায়িত্ব সামলাতে আসছেন দময়ন্তী সেন।

ইতিমধ্যেই নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র চেন্নাই এর উদ্দেশ্যে রওনা হবেন। আর তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন আইপিএস দময়ন্তী সেন।

বর্তমানে তিনি রয়েছেন স্পেশাল কমিশনার পদে। আর সেই জায়গা থেকেই তিনি এবার তিনদিনের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন। ২৫ডিসেম্বর ফিরে পুরনো পুলিশ কমিশনার সৌমেন মিত্র নিজের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এই দময়ন্তী সেন পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্তভার গ্রহণ করেছিলেন। তদন্ত যখন চলছে, ঠিক সেসময় আচমকাই দময়ন্তী সেনকে কলকাতা পুলিশ থেকে বদলি করে দেওয়া হয় এবং অন্যত্র দায়িত্ব দেওয়া হয়।