খেলাধুলা লিড নিউজ

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল ) ১৬তম আসর জমে উঠবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে।জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই আসরের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা।

এই তালিকায় আছেন রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রুফ, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং। তবে তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং ছাড়া বাকিদের অংশগ্রহণের বিষয়টি এখনো রয়েছে গুঞ্জনের পর্যায়ে। তামান্না ও অরিজিতের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বিকেল ৬ টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছে বাহুবলীসহ অসংখ্য দক্ষিণী সিনেমায় পর্দা মাতানো অভিনেত্রী তামান্না ভাটিয়া এ অনুষ্ঠানে পারফর্ম করবেন।

জল্পনা আছে এই অনুষ্ঠানে প্রথমবারের মতো পারফর্ম করবেন দক্ষিণের আরেক বিখ্যাত অভিনেত্রী রশ্মিকা মান্দানাও। ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী ছাড়াও পারফর্ম করতে পারেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এছাড়াও গানে গানে দর্শকদের মাতাতে থাকছেন অরিজিৎ সিং।