মুখ্যমন্ত্রী নিজেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী। তাই তাঁর বিরুদ্ধে বড় কোনও নাম ভাবা হচ্ছে, এমনটাই ইঙ্গিত বঙ্গ বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে। যদিও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের সঙ্গে শুধু কলকাতার ভবানীপুরে কেন উপনির্বাচন ঘোষণা হল সেটা নিয়ে ক্ষুদ্ধ বিজেপি শিবির। তবুও তাঁরা ভোটে সর্বশক্তি নিয়েই ঝাঁপাতে চাইছে। কিন্তু কে হবেন এই হাই প্রোফাইল কেন্দ্রে প্রার্থী? নাম খুঁজতে হিমশিম বঙ্গ বিজেপি।
শনিবারই ভবানীপুর সহ রাজ্যের তিন বিধানসভায় উপনির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ওই তিন আসনে ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ, আর ৩ অক্টোবর ভোট গণনা। মুর্শিদাবাদে নতুন করে প্রার্থী দিতে হবে না বিজেপিকে। কারণ ওই দুই বিধানসভা আসনে ভোট স্থগিত হয়ে গিয়েছিল তৃণমূল প্রার্থীদের মৃত্যু হওয়ায়। ফলে ওই দুই বিধানসভা কেন্দ্রের বাকি দলের যারা মনোনয়ন জমা দিয়েছিলেন তাঁরাই প্রার্থী থাকবেন। কিন্তু ভবানীপুরে নতুন করে প্রার্থী দিতে হবে সব দলকেই। এখানেই চিন্তায় বিরোধীরা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী এই কেন্দ্রে, তাই বিজেপির কাছে এটা সম্মানরক্ষার লড়াই। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হাড্ডাহাড্ডি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। যদিও ওই কেন্দ্রের ফল নিয়ে একটি মামলা হাইকোর্টে বিচারাধীন। তবে ভবানীপুরে যাতে মুখ না পোড়ে সেটা নিয়ে সতর্ক বঙ্গ বিজেপি।
এখন প্রশ্ন, ভবানীপুরে বিজেপি কাকে প্রার্থী করবে? একুশের ভোটে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন টলি অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ২৮ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। এবার সেখানে প্রার্থী স্বয়ং তৃণমূল নেত্রী। তাই প্রার্থী নিয়ে সাবধানী বিজেপি। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
বিজেপি সূত্রে খবর, ভবানীপুরে উপনির্বাচন এবং মু্র্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট নিয়ে সোমবার বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি৷ ওইদিনই ঠিক হতে পারে কাকে প্রার্থী করা হবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। যদিও রুদ্রনীল ঘোষ ইঙ্গিত দিয়েছেন তিনি ফের লড়তে প্রস্তুত ওই কেন্দ্রে। তবে সূত্রের খবর, বড় চমক আসতে পারে বিজেপির প্রার্থীর নামে।