আন্তর্জাতিক নারীদিবসে নারীদের শ্রদ্ধা, সম্মান, কুর্নিশ জানাতে সাড়ম্বরে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এই দিনটি। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রশংসা করে টুইটে দেশবাসীকে নারীদিবসের শুভেচ্ছা জানান দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।ৎটুইটে রাষ্ট্রপতি লেখেন,”আমি প্রত্যেক নারীকে বলব কিছু বদল করুন। সেই বদল হতে পারে পরিবারে, প্রতিবেশীদের মধ্যে কিংবা কর্মক্ষেত্রে। যেকোনও পরিবর্তন প্রত্যেক মহিলাদের মুখে হাসি ফোটাবে। জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলের কাছে এটাই আমার ঐকান্তিক অনুরোধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামাজিক মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন।”
একইসঙ্গে আন্তর্জাতিক নারী দিবসে দেশের নারীশক্তিকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নারী দিবস উপলক্ষে বু্ধবার টুইট করে প্রধানমন্ত্রী লেখেন,”আন্তজার্তিক নারী দিবসে আমাদের নারী শক্তির কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সরকার নারীর ক্ষমতায়নের জন্য আরও কাজ চালিয়ে যাবে।”
এদিন নারী জাতিকে কুর্নিশ জানিয়ে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “নারীর অধিকার আমাদের অঙ্গীকার। এই বছর, আন্তর্জাতিক নারী দিবসের থিম সাম্যের বন্ধন।”
আন্তর্জাতিক নারীদিবসে এবছরের থিম, ‘এবারের থিম ‘DigitALL: Innovation and technology for gender equality’। অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তিক্ষেত্রে লিঙ্গসমতা। বর্তমানে পৃথিবী প্রযুক্তির উপর নির্ভরশীল। আর এখনও পুরুষরা মহিলাদের তুলনায় বেশি সুবিধা ভোগ করে আসছে এবারের বিশেষ থিম এটি।