ভারতের মানচিত্র থেকে বাদ কাশ্মীর, লাদাখ এবং আকসাই চিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মানচিত্র ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড মানচিত্র লাদাখ, কাশ্মীর এবং আকসাই চিনকে ভারতের মানচিত্রে রাখা হয়নি। চিনের অংশ হিসেবে দেখানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে জম্মু–কাশ্মীর ও লাদাখকে ছাই রঙে চিহ্নিত করা হয়েছে। গোটা ভারত চিহ্নিত হয়েছে গাঢ় নীল রঙে। ছাই রং দিয়েই চিহ্নিত করা হয়েছে আকসাই চিনকেও। কোভিড–১৯ ড্যাশবোর্ডে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। কোন দেশ করোনায় কতটা ক্ষতিগ্রস্থ, সেই তথ্য মানচিত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মানচিত্র নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।
গোটা ঘটনার পেছনে চিনের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ব্রিটেনের প্রবাসী ভারতীয়দের সংগঠন রিচ ইন্ডিয়া। মানচিত্রে ভুল থাকার বিষয়টি প্রথম ব্রিটেনে বসবাসকারী আইটি কর্মী পঙ্কজের চোখে পড়ে। তিনি মানচিত্রটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরোয়ার্ড করেন। এরপরই মানচিত্রটি ভাইরাল হয়। তিনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো বড় সংগঠনের কাছ থেকে এমন ভুল আশা করা যায় না। এখন এই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছে ভারত। সুতরাং এই ধরনের কাজ করার আগে তাদের আরও সতর্ক থাকা উচিত। চিন এই সংগঠনকে মোট টাকা অনুদান দেয়। পাকিস্তান চিনের কাছ থেকে ঋণ পায়। আমার ধারণা, এই মানচিত্র বিভ্রাটের পিছনে চিনের ইন্ধন রয়েছে।
হু জানিয়েছে, এই মানচিত্র রাষ্ট্রপুঞ্জের থেকে অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের গাইডলাইন মানা হয়েছে। তবে সেসব যুক্তি ধোপে টিকছে না। মানচিত্রে ভুল থাকার তীব্র প্রতিবাদ জানিয়ে লন্ডনের ভারতীয় সংগঠন রিচ ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ার প্রধান নন্দিনী সিং জানান, মহামারী পরিস্থিতিতে ভারত যা করেছে তাতে তাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। তা না করে এই ধরণের কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যা একেবারেই অনুচিত।
