To united all the nation,130 crore people, Modi has announced to light off today at 9pm for 9 minuets.
দেশ ব্রেকিং নিউজ

মোদীর প্রশংসায় পঞ্চমুখ হু

বিরোধীরা যতই সমালোচনা করক না কেন, লকডাউন নিয়ে প্রশংসা এল বিদেশ থেকে। স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা লকডাউন নিয়ে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থার তরফে ডা পুনম ক্ষেত্রপাল সিং জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত যেভাবে ঠিক সময়ে লকডাউনের মতো শক্ত সিদ্ধান্ত নিয়েছে তা প্রশংসার যোগ্য। ভারতে টানা ৬ সপ্তাহ লকডাউন, সোশ্যাল ডিস্টানসিং, করোনা রোগী চিহ্নিতকরণ— সংক্রমণ ছড়ানো অনেকটাই রুখে দেবে।
পুনম ক্ষেত্রপাল বলেন, ‘‌একাধিক সমস্যা থাকা সত্বেও ভারত করোনার বিরুদ্ধে লড়াইয়ে কঠিন শক্তির পরিচয় দিয়েছে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও চেষ্টা করতে হবে যাতে করোনা ঠেকিয়ে দেওয়া যায়। দেশের প্রত্যেকটি মানুষের উচিত করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসা।
উল্লেখ্য, আগামী ৩ মে পর্যন্ত দেশ লকডাউন চলবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, এক মাস বা দেড় মাস আগে দুনিয়ার কয়েকটি দেশ আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ভারতের পাশাপাশি ছিল। কিন্তু এখন, সেই দেশে আক্রান্তের সংখ্যা ২০–৩০ গুন বেশি। হাজার হাজার মানুষ মারা গিয়েছেন। সঠিক সময়ে কড়া সিদ্ধান্ত না নিত তাহলে অন্যরকম হতো।