আজ, শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। কার মুখে ফুটবে হাসি, সেই উত্তর আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ২২৪টি আসনে লড়াই। বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৬৫ শতাংশ। বুথফেরত সমীক্ষা অনুযায়ী, কর্নাটক বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির সঙ্গে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার দল জেডিএস নির্ধারক হতে পারে। তার ফলে অধিকাংশ আসন ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা।
শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। ৩৬টি স্ট্রংরুমে ২২৪টি আসনের ভোটগণনা চলছে। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী ১১১টি আসনে এগিয়ে গেল কংগ্রেস! ৮৯ আসনে এগিয়ে বিজেপি৷ জেডিএস এগিয়ে ২১টি আসনে৷ অন্যান্যরা এগিয়ে ৩টি-তে৷ স্ট্রংরুম জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা।
বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, অনেকগুলি কেন্দ্রে এগিয়ে থাকতে পারে কংগ্রেস। যা শাসক দল বিজেপির চিন্তা বাড়িয়েছে। তবে কর্নাটক বিধানসভায় প্রতিবারই হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কার দখলে যাবে কর্নাটক, আপাতত সেই দিকেই নজর সকলের।