দেশ ব্রেকিং নিউজ

খুব শীঘ্রই কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিতে পারে হু

এবার ছাড়পত্র পেতে পারে কোভ্যাক্সিন। বৃহস্পতিবার জেনিভায় এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল মরিয়ঞ্জিলা সিমাও।

করোনা প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন এবং ডেল্টা রূপের বিরুদ্ধেও প্রতিরোধ গড়তে ৬৫.২ শতাংশ কার্যকরী দাবি করেছে ভারত বায়োটেক সংস্থা। এই দাবির সপক্ষে নথি চেয়ে পাঠিয়েছে হু। হু জানিয়েছে, মানবশরীরে কোভ্যাক্সিন পরীক্ষার ফলাফল সংক্রান্ত অনেক প্রশ্নের এখনও সমাধান সূত্র পাওয়া যায় নি। সেই সব প্রশ্নের সমাধান হলেই কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হবে। টেকনিক্যাল কিছু সমস্যার কারণে’ ছাড়পত্র পেতে দেরি হতে পারে বলেও জানিয়েছে হু। তবে বারবার কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক লিমিটেডের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য চেয়ে পাঠাচ্ছে হু-র বিশেষজ্ঞ কমিটি। জানা গিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা শেষে করে কোভ্যাক্সিনের ছাড়পত্র মিলতে পারে।