এবার এক নতুন ঘটনার সন্মুখীন টলিউড অভিনেত্রী রাইমা সেন। হিন্দি ছবি ‘মা কালী’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবির পোস্টার ও ট্রেলার। তারপর থেকে বাড়ির ল্যান্ড লাইনে একের পর এক হুমকি ফোন পেয়েছেন অভিনেত্রী রাইমা সেন।
রাইমার আগামী ছবিটির প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক প্রতিহিংসা। তাঁর পরিবারের সদস্যদের দাবি, এই ছবির বিতর্কিত বিষয় নিয়ে রীতিমত আপত্তি উঠে আসছে। ছবিতে দেখানো হবে দেশ বিভাজন, সেই সময়ের লাখ লাখ ছিন্নমূল পরিবার, যারা নিজেদের বাড়ি ছেড়েছে, অত্যাচারিত হয়েছে। আর সেই অত্যাচারে সর্বহারা ঘোষ পরিবার। সেই ঘটনার গল্প ‘মা কালী’তে।
ফোন কলারদের বক্তব্য, ভোটের ঠিক আগে প্রোপাগান্ডা ছবি! সুচিত্রা সেনের নাতনি হয়েও কেন রাজি হলেন? এই ছবিতে দেখানো হয়েছে কলকাতার ছিন্নমূল একাধিক পরিবারের উপর ঘটে যাওয়া অত্যাচারের ঘটনা। তারই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিএএ সঙ্গেও মিল আছে বলে অভিযোগ। অভিনেত্রী বর্তমানে মুম্বইতে, কিন্তু তাঁর কলকাতার বাড়িতে একা থাকেন তাঁর মা-বাবা। রীতিমধ্যে তাঁর পরিবার এখন দুশ্চিন্তায় রয়েছেন।
অভিনেত্রী জানিয়েছেন, সিনেমা না দেখে কখনওই বিচার করা উচিত নয়। একজন অভিনেত্রী হিসেবে যে কোনও চরিত্রে অভিনয় করাটাই স্বাভাবিক। এ বিষয়ে এখনই কোনও আইনি পদক্ষেপ নেবেন না তিনি। সিনেমাটির টিজার ও ট্রেলারের মুক্তির জন্য অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। তবে এরপর যদি আর এই ধরনের ফোন কল আসে তাহলে তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে স্পষ্ট জানিয়েছেন।
You must be logged in to post a comment.