মোহনবাগান ক্লাবের নতুন সহ – সভাপতি হলেন সৌমিক বোস। এর আগে এই পদে আসীন ছিলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আগেই সচিব পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সৃঞ্জয় বোস। আর এদিন এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টরের পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি। পাশাপাশি এদিন ক্লাবের কার্যকরী কমিটির সদস্যদের সিদ্ধান্তে, সৃঞ্জয় বোসের জায়গায় দেবাশিস দত্তর সঙ্গে এটিকে মোহনবাগানে ক্লাবের অন্যতম ডিরেক্টর হলেন সৌমিক বোস।
সচিবের পদ থেকে সৃঞ্জয় বোসের ইস্তফা দেওয়ার পর এদিন কার্যকরী কমিটির মিটিং ডাকা হয় মোহনবাগানে। যেখানে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় নতুন সহ-সভাপতি মনোনয়ন এবং নির্বাচনী কমিটি গঠনও আলোচনার অন্যতম বিষয় ছিল। দুই মন্ত্রী অরূপ রায় এবং মলয় ঘটক ছাড়াও সৌমিক বোস, দেবাশিস দত্ত, বিধায়ক প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, সত্যজিৎ চট্টোপাধ্যায় সহ কার্যকরী কমিটির মোটামুটি সবাই উপস্থিত ছিলেন এদিনের সভায়।
এদিন কার্যকরী মিটিংয়ের শুরুতে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, অতীন সেন এবং রামেনের স্ম়ৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের কার্যকরী কমিটির মিটিংয়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় লাগেনি এটিকে মোহনবাগান কার্যকরী কমিটির সদস্যদের।