দেশ ব্রেকিং নিউজ

কে হচ্ছেন সর্বোচ্চ আদালতের নতুন বিচারপতি

প্রধান বিচারপতি হিসাবে প্রায় বিদায়ের পথে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচুর। ২০২২ সালে ৯ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালতের মুখ্য বিচারপতি পদে নিয়োজিত হয়েছিলেন তিনি। রিপোর্ট অনুযায়ী এই বছরেই ১০ নভেম্বর সেই পদ থেকে অবসর নেবেন বিচারপতি। তিন বছরের মাথায় অবসর নেওয়ার আগেই নতুন বিচারপতির নাম মুখবন্দ খামে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন চন্দ্রচুর। কে হবেন দেশের নতুন প্রধান বিচারপতি?

এদিন অবসরের আগের মাসেই সকল জল্পনা উড়িয়ে দিয়েছেন ডি ওয়াই চন্দ্রচুর। সুপ্রিম কোর্টের দ্বিতীয় সবচেয়ে সিনিয়র বিচারপতি সঞ্জীব খান্নাকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন আইন মন্ত্রককে দেওয়া চিঠিতে। নিয়মানুযায়ী, কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে চন্দ্রচূড়কে চিঠি লিখে তাঁর উত্তরসূরির নাম মনোনয়নের অনুরোধ জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের চিঠির উত্তর হিসাবে CJI সুপ্রিম কোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি সঞ্জীব খান্নাকে দেশের প্রধান বিচারপতি (সিজেআই) করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছেন। সেই অনুযায়ী ২০২৪, ১১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের ৫১ তম ‘চিফ জাস্টিস’ হবেন সঞ্জীব খান্না। আগামী ৬ মাসের জন্য এই পদ পাবেন বিচারপতি ।