রাজ্য লিড নিউজ

কলকাতা পুরসভার মেয়র কে হলেন?

পুরভোটের পরীক্ষায়, তৃণমূলের রিপোর্ট কার্ডে ঢালাও নম্বর দিয়েছে কলকাতাবাসী। এবার পুরভোটে জিতে আসার পর, কলকাতা পুরসভার কাজ নিয়ে, রিপোর্ট কার্ড তৈরির পথে হাঁটতে চলেছে তৃণমূল। ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরসভার মেয়র হিসেবে নির্বাচিত করল শাশকদল। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে দলীয় আলোচনায় তাঁর নামই উঠে আসে। দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি মেয়র হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেন। সকলের সমর্থন আছে কি না জানতে চান। একই প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকলেই সমর্থন জানান। এরপরই আনুষ্ঠানিকভাবে মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র পদে অতীন ঘোষ। ১৩ জন হচ্ছেন মেয়র পারিষদ। পুরসভার চেয়ারপার্সন থাকছেন মালা রায়।

শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তাঁকেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান করা হয়।

২০০০ সালে প্রথম চেতলার ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরহাদ হাকিম। এরপর দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন। দিনে দিনে দায়িত্বও বেড়েছে। কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে হয়েছেন বিধায়ক, মন্ত্রী,মেয়র। ২০১৮-র ডিসেম্বর মাসে নির্বাচিত হন কলকাতা পুরসভার মেয়র হিসেবে। মন্ত্রিত্বের সঙ্গে সঙ্গে নেন মেয়রের দায়িত্ব।

এবার পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী ছিলেন ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে ছিলেন বামেদের প্রার্থী পারমিতা দাশগুপ্ত , কংগ্রেসের প্রার্থী হয়েছেন অনিমেষ ভট্টাচার্য, ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন প্রতাপ সোনকার।