রাজ্য লিড নিউজ

রাজ্য মন্ত্রিসভার রদবদল! কার হাতে গেল কোন দায়িত্ব

বড়সড় রদবদলের সাথে সাথে চমক রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। অর্থদপ্তরের দায়িত্ব নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মিত্র হলেন রাজ্যের অর্থ উপদেষ্টা। অর্থ প্রতিমন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের পাশাপাশি অর্থ দফতর সামলাবেন তিনি পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব পেলেন পুলক রায়। এতদিন তিনি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের দায়িত্ব সামলেছেন। এবার তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী হলেন বেচারাম মান্না।

ক্রেতা সুরক্ষার দায়িত্ব পেয়েছেন মানস ভূঁইয়া। প্রসঙ্গত,অসুস্থ সাধন পাণ্ডের হাত থেকে ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাতে৷ কিন্তু তাঁর মৃত্যুর পর এই দফতরটি ফাঁকা হয়ে যায়৷ ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইয়াকে৷ শিল্প বাণিজ্যের সঙ্গে শিল্প পুর্গঠন দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে৷

বিপুল পরিমাণ ভোটে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃতীয়বারেও তাঁর মন্ত্রিসভাতেও ছিল বড় চমক৷