র্যাগিংয়ের জেরেই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবাগত ছাত্র স্বপ্ন মৃত্যু হয়েছে, সে ব্যাপারে তদন্তকারীদের কারও মনে প্রশ্ন নেই। কিন্তু দোষী কারা? তাদের কী সাজা হল? উত্তর নেই কোনও মহলে।
ছাত্রের মৃত্যুর হইচই জাগানো খবরটির পর পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রভৃতির তরফে অন্তত পাঁচটি তদন্ত কমিটি হয়। জড়িয়ে পড়ে রাজনীতি। কিন্তু দোষীদের সেই অর্থে কারও এখনও পর্যন্ত শাস্তি হয়নি।
তবে বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে ১৩ জন বর্তমান এবং প্রাক্তন ছাত্র যারা র্যাগিং এবং নবীন ছাত্রের মৃত্যুর সাথে জড়িত, তাদের ইনস্টিটিউটের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, মামলা থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত তাদের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে নিষেধ করা হয়েছে। গ্রেফতার হওয়া ছাত্রদের মধ্যে এই প্রতিষ্ঠানের চার শিক্ষার্থী রয়েছে এবং তারা জামিন বা প্যারোলে থাকলেও তাদের উপর নিষেধাজ্ঞা থাকবে।
যদিও প্রাথমিক সিদ্ধান্ত ছিল, র্যাগিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং অপরাধে সহায়তা এবং মদত দেওয়ার জন্য অভিযুক্ত ছেলেদের হোস্টেলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।