পুরনো সব প্রেমকে ভুলে এবার নতুন প্রেমে মজেছেন হৃত্বিক। জানা গেছে, ১৬ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন হৃত্বিক রোশন। ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ খ্যাত অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদকেই হৃত্বিক প্রেম নিবেদন করে বসলেন। তবে সাবা প্রকাশ্যে এই নিয়ে মুখ না খুললেও, তিনি যে এই প্রেমেতে রাজি, তা হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন।
সম্প্রতি, এই প্রেমের গল্প প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে চর্চা শুরু হয়। যেখানে দেখা গিয়েছে, হৃত্বিক এক রহস্যময়ী নারীর হাত ধরে মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছেন। দৌরে গাড়িতে উঠলেও পাপারাৎজিদের চোখ এড়িয়ে প্রেমের গুঞ্জন থেকে পালাতে পারেননি হৃত্বিক সাবার জুটি।
শোনা যাচ্ছে, সাবা আজাদের সঙ্গে বেশ কয়েক মাস ধরে বন্ধুত্ব হৃত্বিকের। মাঝে মধ্যেই এদিক- ওদিক দেখা গিয়েছে দুজনকে। তবে এই বন্ধুত্ব নিয়ে মুখ খোলেন নি হৃত্বিক বা সাবা কেউই। বরং এক সংবাদমাধ্যমের কাছে সাবা হৃত্বিকের সঙ্গে বন্ধুত্বের ইঙ্গিত দিয়েছেন। তবে সুকৌশলে প্রেমের ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী।
২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃত্বিকের। তারপর থেকে একেবারেই একা হয়ে যান হৃত্বিক। সোশ্যাল মিডিয়ায় মাঝেই দু-ছেলেকে নিয়ে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে। তবে কি দীর্ঘ সাত বছর পর হৃত্বিকের জীবনে সাবার প্রবেশ।