মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের সংক্রমণকে প্রবল ঝুঁকিপূর্ণ মনে করে বিশ্বের বিভিন্ন দেশগুলিকে সতর্কতা জারি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২৯ টি দেশ থেকে মোট ১০০০ জনেরও বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। যদিও, এখনও পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুর কোন খবর নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রেয়াসিস এই ব্যাপারে টুইট করে জানান, যে ২৯টি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তারা যেন সমস্ত আক্রান্ত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে। সংক্রমণ ছড়ানো রুখতে কড়া ব্যবস্থা নিতেও আর্জি জানান তিনি। আগামীদিনে এই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য মাঙ্কিপক্স প্রতিরোধের উপর জোর দিতে বলা হয়েছে
প্রসঙ্গত, এর আগেও আফ্রিকার ৯’টি দেশের বাসিন্দাদের মধ্যে মাঙ্কিপক্স পাওয়া গেলেও গত মাসে বিশেষত ইউরোপের একাধিক দেশ থেকে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসতে শুরু করে। তার মধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি আসে গ্রেট ব্রিটেন স্পেন ও পর্তুগাল থেকে। গত ৭ মে লন্ডনে প্রথম নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির শরীরে মাঙ্কি ভাইরাস পাওয়া গিয়েছিল। তারপর ইংল্যান্ড সহ ইউরোপের একাধিক দেশে ও আমেরিকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ে।