ব্রিটেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বরিস জনসনের খুবই ঘনিষ্ঠ ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা ভারতীয় তথ্য প্রযুক্তি কোম্পানি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক। কিন্তু চলতি মাসের প্রথমেই বরিস জনসনের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ঋষি। তারপর থেকেই ঋষির উপর বেজায় চটেছিলেন বরিস জনসন।
এবার প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বরিস জনসন প্রচার শুরু করেছেন আর যাকেই ভোট দেওয়া হোক ঋষি সুনককে নয়। অর্থাৎ ঋষির বিরুদ্ধে সাবোটাজ প্রচার চালাচ্ছেন বরিস। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে থাকা ঋষি কিছুটা হলেও অশনি সংকেত দেখছে।
ইতিমধ্যে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের ভোট হয়ে গিয়েছে। যার মধ্যে দুই প্রার্থী ছিটকে গিয়েছেন আর রয়েছেন ৬ আইন প্রণেতা। যারা দেশের নেতৃত্ব দেওয়ার দৌড়ে রয়েছেন। প্রথম রাউন্ডের ভোটে ঋষি সোনা পেয়েছেন ৮৮টি ভোট, বাণিজ্যমন্ত্রী পেনি মোরডান্ট পেয়েছেন ৬৭ টি ভোট, পররাষ্ট্র সচিব লিজ ট্রাস পেয়েছেন ৫০ টি ভোট। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখনো পর্যন্ত রয়েছেন পাঁচজন। যাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনাক।
কনজারভেটিভ দলে নেতা হিসেবে এখন পর্যন্ত যে কয়েকটি ধাপে ভোট হয়েছে। তার মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে ঋষি সুনাক। প্রকাশ্যে না বললেও বরিস জনসন গোপনে যে প্রচার চালাচ্ছেন তাতে স্পষ্টভাবেই বলছেন ঋষি সুনককে ভোট না দিয়ে ভোট দেয়া হোক লিজ ট্রাসকে। যদি কোন ব্যক্তির লিজ ট্রাসকে পছন্দ না হয়, সে ক্ষেত্রে তিনি পেনি মরডান্টকে ভোট দেওয়ার কথাও জানাচ্ছেন বরিস। কনজারভেটিভ দলের প্রধান পথ থেকে তার সরে যাওয়ার পিছনে ঋষিই যে দায়ী সে কথা প্রকাশ্যে বলতে শুরু করেছেন বরিস।