সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ইমরান খানের পর পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন রাজনৈতিক জল্পনা তুঙ্গে। সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ইমরান খানের দলকে ক্ষমতাচ্যুত করার জন্য পরস্পরের কাছাকাছি এসেছে সেদেশের সবকটি বিরোধী রাজনৈতিক দল। জোট বেঁধেছে পাকিস্তান মুসলিম লীগ (PMLN) এবং পাকিস্তান পিপলস পার্টি (PPP)। তাই শুধু এখন লাখ টাকার প্রশ্ন কি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী?
এই জল্পনা আরও তীব্র হয়েছে পিপিপি’র চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারির একটি ঘোষণায়। পিএমএলএন নেতা শাহবাজ শরিফকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন করেছেন বেনজির ভুট্টোর ছেলে তথা পিপিপির চেয়ারম্যান বিলাবল। ঘটনাচক্রে, শাহবাজ হলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলনেতা। তবে তাঁর প্রথম পরিচয় হল তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।
উল্লেখ্য, নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শাহবাজ। এমনকি তিন বার মুখ্যমন্ত্রীও হন। পাকিস্তান মুসলিম লিগ -এর প্রেসিডেন্ট শাহবাজ। এখন নওয়াজ শরিফ দুর্নীতির দায় অভিযুক্ত এবং গুরুতর অসুস্থ। সে কারণেই প্রধানমন্ত্রী হওয়ার দরজা প্রায় খোলা শাহবাজের।
প্রসঙ্গত, বিলাবল একটি সাংবাদিক বৈঠকে বলেন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (MQMP) পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গদিচ্যুত করতে পিপিপি’র সঙ্গে হাত মিলিয়েছে। এ জন্য তিনি MQMP-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তিনি আর প্রধানমন্ত্রী নন। পার্লামেন্টের অধিবেশনে ভোট দিয়ে বিষয়টি স্থির করতে হবে। এর পর কাজ হবে স্বচ্ছ নির্বাচন করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করা।”