বিনোদন ব্রেকিং নিউজ

‘ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’, পাচ্ছেন কারা?

এবারের গোয়া চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে বলিউডের সুপারস্টার অভিনেত্রী হেমা মালিনী এবং প্রখ্যাত লেখক-গীতিকার প্রসূন জোশীকে। ‘ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ অর্থাৎ চলতি বছরের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করা হবে দু’জনকে।

চলতি বছরের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া শুরু হতে চলেছে ২০ নভেম্বর। সপ্তাহব্যাপী অনুষ্ঠান শেষ হবে ২৮ নভেম্বর। জানা গেছে, চলচ্চিত্র উৎসব শুরু হবে স্প্যানিশ পরিচালক কার্লোস সাওরার ‘দ্য কিং অফ দ্য এনটায়ার ওয়ার্ল্ড’ ছবি দিয়ে।

এবার সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হলিউড পরিচালক-প্রযোজক মার্টিন স্করসেসি এবং হাঙ্গেরির পরিচালক ইস্তভান জাবো। গোয়ার চলচ্চিত্র উৎসবে এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও আহ্বান জানানো হয়েছে।