If proper measure are not taken to deal with Corona, there will be severe food shortages all over the world-WHO has expressed concern.
লিড নিউজ

খাদ্যসংকটের আশঙ্কায় হু–রাষ্ট্রপুঞ্জ

বিশ্ব জুড়ে খাদ্যসংকট দেখা দিতে পারে?‌ করোনার জেরে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ করোনা মোকাবিলা করতে গিয়ে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সারা বিশ্বে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করে উদ্বেগ বাড়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা। গোটা বিশ্ব জুড়েই করোনা আতঙ্ক।
সংক্রমণ রুখতে এখন লকডাউনে। রপ্তানিতে নিষেধাজ্ঞা। ফলে খাদ্যের জোগান কমছে। ফলে তৈরি হতে পারে খাদ্যের অভাব। ফলে এমন কোনও উপায় খুঁজে বের করতে হবে বিভিন্ন দেশের সরকারগুলিকে যাতে বিনা বাধায় অন্তত বাণিজ্য চলতে থাকে। দেশের নাগরিকদের সুরক্ষার কথা ভাবছে সরকারগুলো। খাদ্যের জোগানে যাতে কোনও বাধার সৃষ্টি না হয়, সেটা মাথায় রাখাও প্রয়োজন।
যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন, ডবলুএইচও–র ডিরেক্টর জেনারেল টেড্রোস গেব্রিয়াস, এফএও প্রধান কু ডঙ্গিউ এবং ডবলুটিও ডিরেক্টর রবার্তো অ্যাজেভেদো। লকডাউনের ফলে কৃষিকাজে শ্রমিক পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। উৎপাদিত কৃষিজ পণ্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে। ফলে খাদ্যপণ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও বাড়বে বলে মনে করা হচ্ছে।