করোনাভাইরাসের আতঙ্ক ছড়াল এবার স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের উপর। রবিবার গভীর রাতে তিনি জানিয়েছেন, কোভিড–১৯ সংক্রমণে আক্রান্ত ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগের পরে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত তাঁর মধ্যে কোভিডের কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন হু–এর প্রধান।
টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস একটি টুইটে লিখেছেন, ‘আমি করোনা সংক্রমণ এক ব্যক্তির সংস্পর্শে এসেছি। যাঁর শরীরে করোনাভাইরাস রয়েছে। আমি ভাল আছি এবং উপসর্গ নেই। তবে হু–এর গাইডলাইন মেনে ঘরে বসে কাজ করব এবং আগামী দিনগুলিতে নিজেকে সকলের থেকে দূরে রাখব।’
তিনি আরও জানান, জানান, স্বাস্থ্য সংক্রান্ত সব বিধি মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা কোভিড–১৯ ছড়ানোর চেনকে ভেঙে ফেলতে পারব। ভাইরাসকে আটকাতে পারব এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে পারব। কোভিড–১৯ গত বছরের শেষ দিকে চীনে উত্থানের পর থেকে বিশ্বজুড়ে প্রায় ১.২ মিলিয়ন লোকের প্রাণহানি হয়েছে এবং সম্প্রতি ১১ লক্ষ ৬৬ হাজার ২৪০ মানুষ আক্রান্ত হয়েছেন।
ইথিয়োপিয়ান স্বাস্থ্য ও বিদেশমন্ত্রকের মন্ত্রী বারবার বলে এসেছেন যে, ভাইরাসকে রুখতে হলে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাই প্রতিনিয়ত সবাইকে হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বারবার জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর টেডারস টুইটে জোর দিয়ে বলেন, আমাদের সকলকেই স্বাস্থ্যের গাইডলাইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।