বিনোদন ব্রেকিং নিউজ

শোলাঙ্কি-সত্যম জুটিতে কোন গল্প আসছে রাহুলের প্রথম ওয়েব সিরিজে?

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে সত্যম ভট্টাচার্য এবং শোলাঙ্কি রায় জুটিকে। এছাড়াও এই সিরিজে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, শান্তি লাল মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায়, সোহম মৈত্র। রাহুল এর আগে অনেক ছবি পরিচালনা করেছেন। তারই মধ্যে কিছু জনপ্রিয় সিনেমা হল ‘কিশমিশ’, ‘দিলখুশ’, ইত্যাদি। এবার তাঁর ওয়েব সিরিজের জগতে প্রথম পদার্পন। তাই অনুরাগীরা অনেকটাই আশাবাদী এই নতুন সিরিজটি নিয়ে।

জানা গিয়েছে, বোলপুরে আউটডোর শুটিং হবে এই সিরিজটির। আগামী মাসের ২ তারিখ থেকেই এর কাজ শুরু হয়ে যাবে। এই সিরিজটির নাম ‘কেয়ার অব চৌধুরী’। যার প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে শোলাঙ্কি রায়কে। টেলিভিশনের মাধ্যমে তাঁর সিনে জগতে পা রাখা। তারপর একের পর এক ধারাবাহিক এবং পরে অনেক ওয়েব সিরিজেও তাঁকে দেখা যায়। এতদিন তাঁকে স্টার জলসার খড়ি ধারাবাহিকে দেখা গিয়েছিল।ওয়েব সিরিজের মধ্যে তাঁর অন্যতম কাজ হল ‘বাবা বেবি ও’, ‘মন্টু পাইলট’।

অন্য একটি প্রধান চরিত্র সত্যম ভট্টাচার্য-এর ক্যারিয়ার শুরু বল্লভপুরের রূপকথা দিয়ে। এই সিরিজে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এরপর থেকেই সত্যমের জনপ্রিয়তা বাড়তে থাকে। ইতিমধ্যে তিনি একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন। কিছুদিন আগেই ‘রক্তবীজ’ নামক এক সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এমনকি তাঁকে দেবের সঙ্গে দেবের পরবর্তী ব্যোমকেশ সিনেমাতেও তাঁকে দেখা যাবে।