বিনোদন ব্রেকিং নিউজ

ছুটি কাটাতে কোথায় গেলেন সাংসদ অভিনেত্রী?

বরফের দেশে ছুটি কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি। বেড়াতে যেতে খুব ভালবাসেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে চলে যান তিনি । এটা মুহূর্তের খুঁটিনাটি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। কেমন করে ছুটি কাটান, কোথায় কোথায় বেড়াতে যান, বেড়াতে গিয়ে কী কী খাবার খান, কেমন পোশাক পরেন, এসব কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেন মিমি চক্রবর্তী।

চারপাশে উঁচু পাহাড়। পায়ের নিচে সাদা বরফ । সেই বরফের উপরই কখনও হেঁটে চলেছেন মিমি, কখনও আনন্দে দৌঁড়ে বেড়াচ্ছেন । চারপাশে উঁচু পাহাড়। পায়ের নিচে সাদা বরফ । সেই বরফের উপরই কখনও হেঁটে চলেছেন মিমি, কখনও আনন্দে দৌঁড়ে বেড়াচ্ছেন । তার উচ্ছ্বাসের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী ।ক্যাপশনে লিখেছেন,‘শান্তি’।

চলতি বছরে করোনাক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। হোম আইসোলেশনে ছিলেন তিনি। সুস্থ হয়েই হিমাচলে পাড়ি দিয়েছেন মিমি। ছবি ও ভিডিওয় লোকেশন হিসেবে ট্যাগ করেছেন গ্রহণগ্রাম। কাসোলের খুবই কাছে রয়েছে ছোট্ট এই গ্রাম। ট্রেকাররা অনেক সময়ই এই গ্রাম ছুঁয়ে যান। গ্রামের জনসংখ্যা খুবই কম। তবে আতিথেয়তা অত্যন্ত ভাল। নিজের এই সফর বেশ উপভোগ করছেন বলেই জানিয়েছেন মিমি।

বরফের মধ্যেই নিজের পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস শান্তি খুঁজে পান নায়িকা, তা কিন্তু জানাতে ভোলেননি অভিনেত্রী। প্রতিটি ছবি প্রাণখোলা হাসিতে দর্শকদের মন ভুলিয়েছেন মিমি চক্রবর্তী।