আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। প্রায় ৩৯ দিন ধরে একটানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। কবে কাজে ফিরবেন চিকিৎসকরা, এদিনের সুপ্রিম শুনানিতে প্রশ্ন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের।
মঙ্গল কিংবা বুধবারের মধ্যে জিবি বৈঠকে চিকিৎসকরা কর্মবিরতি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই জানালেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং। আরও বলা হয়, কাজে না ফেরার জন্য নিরাপত্তাহীনতাই মূল কারণ। নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলে কাজে ফিরতে কোনও সমস্যা নেই তাঁদের।
এরপর প্রধান বিচারপতি ডিওইয়াই চন্দ্রচূড় জানতে চান হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আদালত আগের শুনানিতে যে নির্দেশ দিয়েছিল, সে বিষয়ে রাজ্য কতটা কী পদক্ষেপ করেছে।
উত্তরে কপিল সিবল রাজ্যে চালু হওয়া নয়া সুরক্ষাবিধি উল্লেখ করার পাশাপাশি বলেন, হাসপাতালে পুরুষ ও মহিলাদের জন্য রেস্ট রুম তৈরি হচ্ছে। ৭ থেকে ১৪ দিনের মধ্যে কাজ শেষ হবে। একই সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরাও বসানো হবে একাধিক। সম্পূর্ণ হবে অতিরিক্ত শৌচাগারের কাজও।