ব্রেকিং নিউজ রাজ্য

কবে হবে তাপপ্রবাহের অবসান? সর্তকতা জারি নবান্নের  

বৃষ্টির দেখা নেই! নাজেহাল রাজ্যবাসী। রাজ্যের ১১টি জেলায় বইছে তাপপ্রবাহ। চড়চড় করে বাড়ছে পারদ। মঙ্গলবার সকালেই নবান্ন থেকে রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করে দেওয়া হল।

খাস কলকাতাতেই মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির আশেপাশে। রাজ্যের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে পারা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সেখানে এখন পারা ছুটছে কার্যত ৪৫ ডিগ্রি স্পর্শ করার জন্য।

নবান্ন থেকে জারি করা সতর্কবার্তায় প্রতিটি জেলাকে বলা হয়েছে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস মাধ্যমে নিয়মিত মানুষকে সচেতন করতে। খুব প্রয়োজন ছাড়া যাতে কেউ রোদে না বেরোয় সেই বিষয়েও মানুষকে অবহিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে রাজ্যের বেশ কিছু জায়গায় এই পরিস্থিতিতে আগুন লাগার ঘটনা বাড়ছে বলে নবান্নের পর্যবেক্ষণে ধরা পড়েছে। কোথাও শর্ট সার্কিটে, তো কোথাও এসির কারণে মিটারে মাত্রাতিরিক্ত চাপ পড়ায়। এই অবস্থায় নবান্নের তরফ থেকে রাজ্যের সব পুরসভা ও পঞ্চায়েতকেও সচেতন থাকতে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এপ্রিল মাসে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নেই কালবৈশাখীর সম্ভাবনাও। বরঞ্চ আরও বাড়তে পারে তাপমাত্রা। ২৮ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। বৃষ্টির পূর্বাভাস তো নেইই, উল্টে গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা