পশ্চিমবঙ্গ-উড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিত্রাং, আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘন্টায় ১৫০ কিমি বেগে এই ঝড় আছড়ে পড়তে পারে, ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যাণ্ড।
আবহাওয়া দফতর সূত্রের খবর, ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ভারত মহাসাগরে এবং দক্ষিণ-পশ্চিম মহাসাগরের দিকে এগিয়ে আসছে। তা উড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এলে তার প্রভাব পড়বে বঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তার গতিপথ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে তৈরি হলে এ রাজ্যে তা আছড়ে পড়তে পারে আগামী শনিবার এবং রবিবার। পাশাপাশি, বাংলাদেশের উপকূলেও তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে আসছে। এর অভিমুখ থাকবে মায়ানমার-বাংলাদেশ সীমান্ত। এছাড়াও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশ ও সংলগ্ন বিহারের উপর অবস্থান করছে। অন্য ঘূর্ণাবর্ত ঠিক পূর্ব বাংলাদেশের ওপর রয়েছে। নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মত্স্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
জানা গেছে, শনিবার থেকে পরিস্থিতি আরো খারাপ হবে। ঝড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এর প্রভাব পড়বে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। কেরল, কর্ণাটক,তামিলনাডু, পন্ডিচেরি ও করাইকাল এলাকায় আগামী তিন-চার দিন বজ্রবিদ্যুত্-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।