বিনোদন

‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে কবে?

সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে করোনা। যার কারণে মনে হয়েছিল, ঘোষণা দিলেও চলতি বছরের বড়দিনে আসছে না আমির খানের আলোচিত ছবি ‌‘লাল সিং চাড্ডা’। এবং সেটিই হচ্ছে। তবে চলতি না হলেও পরের বছরের বড়দিনে ছবিটি মুক্তি পাবে! সোমবার (১০ আগস্ট) এক টুইট বার্তায় বলিউড বিশ্লেষক তরণ আদর্শ এ তথ্যটি জানান। তিনি লেখেন, ‘‘আমির খান ও করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২১ সালের বড়দিনে। কো-স্টার মোনা সিং, পরিচালনায় অদ্বৈত চন্দন, প্রযোজনায় আমির খান, কিরণ রাও ও ভায়াকম-১৮ স্টুডিও।’’

প্রসঙ্গত, চলতি বছরের বড়দিনে রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত কবির খানের বহু চর্চিত ছবি ‘৮৩’-এর সঙ্গেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘লাল সিং চাড্ডা’র। ‘লাল সিং চাড্ডা’র মুক্তি পিছিয়ে যাওয়াতে মাঠ কিছুটা ফাঁকা পাচ্ছে ক্রিকেট নিয়ে তৈরি এ ছবিটি।

এদিকে, করোনার লকডাউনের পর পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীন-ভারত সীমান্ত উত্তেজনার জেরে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। লাদাখে ছবির একটি বড় অংশের শুট হওয়ার কথা ছিল। এর বিকল্প হিসেবে কার্গিল সীমান্তকে ভাবা হচ্ছে। এগুলোর শুটিং এখনও বাকি। উল্লেখ্য, ১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্ক অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।