ব্রেকিং নিউজ রাজ্য

কবে, কোথায় আছড়ে পড়বে মোকা?

ক্রমশঃ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। সাইক্লোন মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি চলছে বাংলাদেশে। এই নিয়ে সতর্কতা জারি করেছে হাসিনা সরকার। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। এবার শক্তি বাড়িয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। বুধবার আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালের পর আরও শক্তি সঞ্চয় করতে পারে ঘূর্ণিঝড় মোকা। এর পর একই জায়গায় অবস্থান করে সন্ধ্যার মধ্যে তা আরও বলবৃদ্ধি করে পরিণত হবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রে লাল সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের বলা হয়েছে, যাঁরা গভীর সমুদ্রে ইতিমধ্যেই চলে গিয়েছেন, তাঁরা যেন বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপকূলে ফিরে আসেন।

শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলের কাছাকাছি মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার থেকেই সমুদ্রে তৈরি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ গতিপথ পরিবর্তন করতে পারে। সে ক্ষেত্রে ১৪ মে অর্থাৎ রবিবার বাংলাদেশের কক্সবাজার এলাকা এবং মায়ানমারের কাউকপু এলাকার কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়।

প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখে আবহাওয়া অধিদফতর এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিল। তাতে বলা হয়, চলতি মাসে একাধিক নিম্নচাপ এবং সেই সঙ্গে একটি ঘূর্ণিঝড় হতে পারে।