ব্রেকিং নিউজ রাজ্য

‘ভোট শেষ হলে আরও সত‍্য সামনে আসবে !’ সন্দেশখালি নিয়ে জবাব শাহজাহানের

সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। ধর্ষণের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন এক অভিযোগকারী। এবার সাদা কাগজে সই ও ধর্ষণের মিথ্যে অভিযোগ নিয়ে মুখ খুললেন শেখ শাহজাহান। আদালতে পেশের সময় এ বিষয়ে প্রশ্ন করা হলে সন্দেশখালির ‘বাঘে’র জবাব, “ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে।”

এদিন প্রিজন ভ্যান থেকে নামার সময় অনেকটাই খোশমেজাজে দেখা যায় সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতাকে। শাহজাহানের পাশাপাশি শেখ আলমগির, জিয়াউদ্দিন-সহ আরও তিন জনকে এদিন আদালতে আনা হয়। নীচুস্বরে পরস্পরকে কথা বলতে দেখা যায়। তবে অন্যদিনের মতো এদিন শাহজাহান-সহ কারও চোখে, মুখেই সেই হতাশার ছবি দেখা যায়নি।

রাজনৈতিক মহলের মতে, শাহজাহান বোঝাতে চেয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের সব অভিযোগই সাজানো। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও স্পষ্ট হবে।