চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে জানিয়ে দিল সংসদ। আগামী ২৪ মে ফলপ্রকাশ হবে । সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল জানা যাবে। wbchse.nic.in , wbresults.nic.in , www.exametc.com ও www.indiaresults.com ওয়েবসাইটগুলিতে গিয়ে ফল দেখতে পারবে পড়ুয়ারা। পাশাপাশি এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও নম্বর জানতে পারবে তারা।
সোমবার সংসদের তরফে জানানো হয়, আগামী ২৪ মে বেলা বারোটা নাগাদ সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ৩১ মে স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে ছাত্র ছাত্রীদের।
সংসদ আগেই জানিয়েছিল, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় অনেকটাই কম। যার ফলে অন্যবারের তুলনায় এবার খাতা দেখতেও কম সময় লাগছে। এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তি হবে বলে উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে। ফলে যত তাড়াতাড়ি ফল প্রকাশ হবে ততই সুবিধা পাবে পড়ুয়ারা।
প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছিলেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।