বছরের শেষে শীত। কুয়াশা থাকলেও দেখা নেই শীতের। নতুন বছরের শুরুতেই পারদ পতন হবে বলেই জানা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপাতত শীতের আমেজ থাকছে না বঙ্গে। কলকাতায় ১৭ ডিগ্রির উপরে পৌঁছল তাপমাত্রা।
উত্তুরে হাওয়ার প্রবেশে ক্রমশ বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বর্ষশেষে ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীত শীত আমেজের মধ্যেই গুমোট গরম। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। চলতি সপ্তাহ থেকেই আরও বেড়েছে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বেলা বাড়তেই গরম পড়তে শুরু করেছে।
শুক্রবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।