ব্রেকিং নিউজ রাজ্য

কবে কলকাতার পুরসভার ভোট? জানুন দিনক্ষণ

অবশেষে কলকাতার পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বরই হতে চলেছে কলকাতার পুরভোট এবং পুরভোটের ফলাফল ঘোষণা ২১ ডিসেম্বর। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ বেলা ১২ টার সময় সাংবাদিক সম্মেলন করবেন রাজ্য নির্বাচন কমিশনার। কলকাতা পুরসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করা হবে সেখানেই।

একই সঙ্গে কলকাতা ও হাওড়ায় ভোট করাতে চেয়েছিল রাজ্য। কিন্তু সব পুরসভায় এক সঙ্গে ভোট করানোর দাবিতে আদালতে যায় বিজেপি। সেখানেই রাজ্য নির্বাচন কমিশন জানায়, রাজ্যে বহু দফায় পুরভোট চাইছে তারা। কমিশনের দেওয়া রিপোর্ট বলছে এই মুহূর্তে ১১২টি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে রয়েছে। এক সঙ্গে এই ১১২ পুরসভার ভোট করানো সম্ভব নয়। কারণ রাজ্য নির্বাচন কমিশনের কাছে সব ভোট এক সঙ্গে করার মতো ইভিএম মজুত নেই । তাই একাধিক দফায় পুরভোট করতে চায় রাজ্য নির্বাচন কমিশন।

আইনি জটিলতায় আটকে ছিল নির্ঘণ্ট ঘোষণা। কিন্তু আগামী ১৯ ডিসেম্বর ভোট করাতে হলে বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তাই এদিনই সেই বিজ্ঞপ্তি জারি করা হল। অর্থাৎ, আজ থেকেই কলকাতায় শুরু হয়ে গেল আদর্শ আচরণবিধি। একই সঙ্গে শুরু মনোনয়ন পেশও।